জীবনের গায়ে জড়ানো
অদ্ভুত এক মায়াবী লতা,
পদে পদে তার সাথে দেখা
নাম তার জটি -লতা!
মানব জীবনের আরেক
আগাছা প্রজাতির লতা,
কষ্টের বন্ধনে বাঁধা তাতে
সে আমাদের সর লতা!
দুই লতার দলাদলি
কে কত পারে বাড়তে,
ঠকঠকানি নিরন্তর
তবু সুযোগ নাই ছাড়তে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com