ইচ্ছে মতো উড়বো আমি
মুক্ত আকাশ পানে,
মন আমার রঙিন ঘুড়ি
স্বাধীনতার গানে।
জীবন আকাশ তারা ভরা
যাচ্ছে হেসে খেলে,
মেলবো ডানা আকাশ জুড়ে
পাখনা দু'খান মেলে।
সুতো কাটা ঘুড়ির মতন
ছুটবো দিগ্বিদিক,
কাটে যেন সারাটা জীবন
এমনই ঠিক ঠিক।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com