প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ
সিয়াম সাধন
জান্নাতের সব দরজা খোলা
রমজানের এই মাসে,
সিয়াম সাধন করবো মোরা
রবের খুশির আশে।
রমজান মাসে বরকত আসে
রবের নিকট থেকে,
রাখরো রোজা পড়বো নামাজ
ইমান খাঁটি রেখে।
তওবা করে চাইবো ক্ষমা
পাপ যাবে সব মুছে,
দ্বীনের পথে জীবনটাকে
নিবো মোরা গুছে।
রমজান মাসটি পেয়ে মোদের
জীবন হলো ধন্য,
রাখবো রোজা চলবো সোজা
সঞ্চয় করবো পুণ্য।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com