কৃপা যদি চাওরে প্রভুর
করো সিয়াম পালন,
বরকত তুমি পাবে বিধির
সত্য করো লালন।
সিয়াম পালন করে দেখো
রোগ ব্যাধি যায় কমে,
তাতে তোমার নেকি হবে
ধরবে না ভাই যমে।
মধ্যভাগে করলে সিয়াম
গোনাহ্ মাফ যে হবে,
পুরো একমাস হয়ে গেলে
নাজাত দিবেন রবে।
জীবনের এই তিনটি ভাগে
হয় যে সিয়াম সাধন,
তবেই তো হয় সুন্দর ভুবন
স্রষ্টার প্রেমে বাঁধন।
দ্বীনের পথে দেয় যে দাওয়াত
করতে আমল পূণ্য,
পরপারের দীর্ঘ জীবন
যেনো না রই শূন্য।