জীবন যেন অনেক রং বে রং এর গল্পে গাঁথা,
জীবন আমার বহমান সুখ দুঃখের রাফখাতা,
সে যেন প্রিয়া মোর হৃদয়ের ‘সাহিত্য পাতা’
নীরবে বলা যায় তাকে অনেক না বলা কথা।
কখনো করেনা প্রকাশ তার কোন দু:খ ব্যাথা!
তারি বুকে ধারন করে আমারী সহস্র কথা,
পরম বন্ধু মোর সে যে প্রিয় ‘সাহিত্য পাতা’
তাহার কথা হলে মনে, ভুলে যায় সকল দু:খ ব্যাথা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com