সাহস নাই মিথ্যে বলি
আমার আমিতেই সব,
কথার ছলে কথাবলে
নাইবা বাড়ালাম কলরব!
সাহস নাই ছুঁড়ে ফেলি
রক্তের বন্ধনে আবদ্ধ যা,
অকারণে পচাজলপান
আলবৎ চর্মে আনে ঘা!
সাহস নাই নকল সাজি
উচ্ছুন্নে যাই অকপটে,
আসল কথাতো এটাই
কেউতো দুধেধোয়া নই মোটে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com