রাস্তা ঘাটে চলার সময়
সকল মুসলমানে।
একে অন্যে সালাম দিবো
সকল জনে জনে।
সালাম দিলে শান্তির সাথে
মিলে নব্বই সোয়াব।
দশটি নেকি মিলে সতত
দিলে তার'ই জবাব।
তাইতো সবাই সালাম দিবো
পেতে বেশি নেকি।
নেকি ছাড়া হয় না বেহেস্ত
কোরান হাদিস দেখি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com