২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে দুইটি ম্যাচেই হারে বাংলাদেশ। এই ফলাফলে নাখোশ হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার কৌশলে তিনি খুশি নন বলেও জানিয়েছিলেন বাফুফে সভাপতি। তবে সালাউদ্দিনের এমন সমালোচনায় নেতিবাচক কিছু দেখছেন না কাবরেরা।জাতীয় দলের এই স্প্যানিশ কোচ বলেন, ‘এটা স্বাভাবিক, তিনি সভাপতি। দল সম্পর্কে তিনি জানতে চাইবেনই। আমি নেতিবাচক কিছু দেখছি না। এর পরও তার সঙ্গে আলোচনা হয়েছে। দল নিয়ে কথা বলেছি আমরা। আমরা আমাদের ভুল থেকে শিখি। সেখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে তা শুধরে নিতে চাই।’ বাংলাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এর আগে এত গরম দেখেননি কাবরেরাও, ‘বাংলাদেশে আসার পর এত গরম পাইনি। আমার মনে হয় যতদিন এদেশে আছি, এবারই সবচেয়ে বেশি গরম দেখছি। খুবই বিরূপ অবস্থা। এত গরমে আগে কখনো থাকিনি।’
তবে তাপপ্রবাহেও স্বস্তিতে থাকার সুযোগ নেই। সামনেই যে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপে বাছাইয়ের ম্যাচ আছে বাংলাদেশের। আগামী ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠ কিংস অ্যারেনায় লড়বে বাংলাদেশ। আর ১১ জুন লেবাননের বিপক্ষে খেলবে কাতারে। এই দুই ম্যাচের জন্য ক্যাম্প করার কথা ভাবছেন কাবরেরা। কাবরেরা বলেন, ‘অল্প কিছুদিনের জন্য ক্যাম্প করতে পারি, কারণ লিগ শেষ হবে ২৯ মে। গত মার্চে আমরা অনেকদিনের ক্যাম্প করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ৪-৫টি সেশন পাব। তারপর আমাদের কাতার যেতে হবে।’ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হারে বাংলাদেশ। সেখানে এখনো পর্যন্ত মাত্র ১ পয়েন্ট অর্জন বাংলাদেশের। ঘরের মাঠে লেবাননের বিপক্ষে গত বছর ১-১ ড্র করে এই পয়েন্ট পায় বাংলাদেশ। গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। ৭ ও ২ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে ফিলিস্তিন ও লেবানন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com