তুমি সাম্যের কবি
চির উজ্জ্বল রবি ,
তুমি মহান
চির অম্লান।
তুমি বিপ্লবী
তুমি বিদ্রোহী
গীতিকার সুরকার উপন্যাসিক
গল্পকার নাট্যকার তুমি সফল সাংবাদিক।
তুমি গায়েন স্বরলিপিকার
প্রেমের কবি তুমি চলচ্চিত্রকার
তুমি সকল জাতির সকল ধর্মের
প্রেরণা সকল বর্ণের।
বিদ্রোহী কবি কাজী
নজরুল ইসলাম যার নাম,
চির স্মরণীয় ও বরণীয় তুমি
ভুলবেনা এ মানবজাতি তোমার নাম।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com