কিছু কিছু শব্দ দিয়ে বাক্যের বিন্যাসে
কবি সাঁজায় তার কবিতার সংসার
কিছু কিছু পাখি হারিয়ে যায় অসীম আকাশে
কিছু কিছু কথা হৃদয়ে ক্ষত সৃষ্টি করে বেদনার
কিছু কিছু ভুল এমনই ফুটায় হুল-
সারাটি জীবনভর দিতে হয় সে ভুলেরই মাশুল।
কিছু কিছু মুখ কখনও ভুলা যায়না
মনে হয় অনেক দিনের চেনা।
কিছু কিছু মুখ
অন্তরময় স্মৃতির অজানা সুখ।
কিছু কিছু আঁখি তারা
নয়ন জুড়ানো সে রূপ আপনহারা।
কিছু কিছু মানুষ এমন-
মনের মাঝেতে গড়ে নেয় তার আপন ভূবন।
কিছু কিছু মুখের এমনই মধুর হাসি
যেন বরফের মতো গলে পড়ে চাঁদের আলো রাশি রাশি।
কিছু গল্প কিছু কথা
যার কাছে হার মানে কঠিন সত্যের বাস্তবতা।
কিছু কিছু কষ্ট এমনই হৃষ্ট-পুষ্ঠ
যা এক নিমেষে জীবনকে করে তোলে অতিষ্ঠ।
কিছু কিছু ভালোলাগা
হৃদয়ের জমিনে গড়ে আর এক তাজমহলের রূপ কথা।
কিছু কিছু সম্পর্কের থাকে এমনই বাতায়ন
যার হয়না কোন বিকল্প রুপায়ন।
কিছু কিছু আঁধার
ঢেকে দেয় জীবনের সমস্ত কলংকের দুয়ার।
কিছু কিছু দু:খ এমনই বিভাবরী
যা থাই পাহাড়ের চেয়েও অনেক ভারী।
কিছু কিছু ছোঁয়া কিছু তার চাওয়া
অনেক কিছুর মাঝে যা জীবনের স্রেষ্ট পাওয়া।