লোভের বশে মানুষ তুমি
করছো কত কি
অতি লোভে মৃত্যু আনে
তা কী শোননি ?
এই জীবনে অভাব দেখে
হয়ো না কেউ লোভী
অসৎ পথে আসলে টাকা
থাকে না তার চাবি।
অসীম অভাব লোভকে বাড়ায়
করে বিবেকহীন
যতই তুমি হও না ধনী
বেড়ে যাবে ঋণ।
লোভে আসে দুষ্টবুদ্ধি
বাড়ে হিংসা- দ্বেষ
জীর্ণ মনে উদারতার
থাকে না আর লেশ।
মনটা সবাই সামলে চলো
দমন করো লোভ
সবাই তাতে সুখী হবে
থাকবে না আর ক্ষোভ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com