সামনে আসছে পবিত্র ঈদুল আজহা
কিনতে হবে নিখুঁত পশু,
আল্লাহ তায়ালা র তাকওয়া অর্জনে
কোরবানি করবে পশু।
হালাল উপার্জনে হালাল পশু সকলে
করবে সবাই কোরবানি,
সামর্থ্য থাকলে কোরবানি করো সবে
পবিত্র কুরআনে বাণী।
কুরবানি করে গরীব দুখীদের মাঝে
গোশত বিলিয়ে দাও,
আল্লাহ রাব্বুল আলামীন খুশি হয়ে
সওয়ার দিবেন নাও।
সবাই মিলে একই সাথে ঈদের খুশি
আনন্দে উপভোগ করবো,
সুন্দর সঠিক সৎ পথে সবাই মিলে"ই
আল্লাহর পথে যে চলবো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com