বাংলাদেশ আমার মায়ের
বাংলাদেশ আমার ভাইয়ের
রক্তে গড়া এক নাম,
শহীদ ছেলের স্মৃতি বিশেষ দিনের গীতি
অন্তরে নাড়ে অবিরাম।
বাংলাদেশ আমার জিবন
বাংলাদেশ আমার মরণ
শির উঁচিয়ে কথা বলি,
মানি'না হিংস্রতা কঠোর বর্বরতা
নতুন উদ্যমে তাই চলি।
বাংলাদেশ আমার ঘাঁটি
সাজানো ও পরিপাটি
থাকি সদা বীরের বেশে,
স্বাধীন দেশের তরে শত বাঁধায় লড়ে
মরতে পারি হেসে হেসে।
আমার দেশের মাটি
সোনার চেয়েও খাঁটি
রূপের যে নেই শেষ,
এমন দেশটি রোজই কোথাও পাইনি খুঁজি
সাবাস আমার বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com