দেখবে যদি সাপের খেলা
তাড়াতাড়ি আসো,
খোকা খুকি কোথায় গেলে
চুপটি করে বসো।
বিন বাজাও সাপুড়ে ভাই
সাপ নাচছে ঐ,
সোহেল, ফজিলা,শম্পা,বীনা
তোরা সবাই কই।
নাগ নাগিনী গোখরা সাপ
আছে সাপের ঝুড়িতে,
সাপের খেলা দেখতে চলো
রহিম চাচার বাড়িতে।
চার আনা দিতে হবে
দেখবে যদি খেলা,
ছুটে যাই সবাই মিলে
ডুবে গেল বেলা।