মনে বড়ো সাধ জাগে মা
আকাশপথে উড়তে,
তোমায় নিয়ে ইচ্ছেমতো
দেশবিদেশে ঘুরতে।
পাশাপাশি সিট নিয়ে মা
বিমানে যায় চড়তে,
তোমার কথা মান্য করে
অবিরত লড়তে।
সকাল-সন্ধ্যা বই হাতে মা
তোমার কাছে পড়তে,
তোমার শিক্ষা গ্রহণ করে
সুখী সমাজ গড়তে।
দুর্নীতি আর সন্ত্রাসীদের
টুঁটি চেপে ধরতে,
নৈতিকতার বেড়াজালে
মাতৃভূমি গড়তে।
কষ্ট লাগে দেখলে তোমার
চোখের পানি ঝরতে,
ইচ্ছে করে তোমার কোলে
মাথা রেখে মরতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com