প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের নেতার বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি
সাতক্ষীরা: ভোমরা ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলামের বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ভোমরা ইউনিয়নের বৈচানা গ্রামে ভুক্তভোগী আবু সাইদের পরিবারের আয়োজনে এই মানববন্ধনে এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, সাইফুল ইসলাম ও তার সহযোগীরা স্থানীয়ভাবে চাঁদাবাজি ও জবরদখলসহ নানা অপরাধে লিপ্ত রয়েছে। তারা সম্প্রতি আবু সাইদের জমি দখলের চেষ্টা করে এবং বাধা দিতে গেলে তাদের মারধর করে।
বক্তারা অভিযোগ করেন, সাইফুল ইসলাম তার অপকর্ম ঢাকতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে ইসরাইল গাজীকে হেয় করার চেষ্টা করছে। বক্তারা সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের প্রতি দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com