সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্ত থেকে ৬ কেজি ভারতীয় রুপার গহনা আটক করেছে বিজিবি। রোববার সকালে তলুইগাছা সীমান্তের চারাবাড়ী এলাকা থেকে এ রুপার গহনা জব্দ করা হয়। আটক রুপার গহনার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৯৮ হাজার ৯০৫ টাকা।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার একটি চালান পাচার হবে।
এ তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ০১ আরবি থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ী এলাকায় অবস্থান নেয়। আনুমানিক সকাল সাড়ে ৮টায় কিছু লোককে ব্যাগ হাতে সীমান্তের দিক থেকে ওই স্থানের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গলে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com