খুকুমণি খুকুমণি
রোজ সকালে উঠে,
ফোকলা দাঁতে চাঁদ বদনে
হাসি বেজায় ফুটে।
লাল টিপটা কপালে তার
কাজল লাগায় চোখে,
মেকাপ করে গাল দুটিকে
লিপস্টিক দুই ঠোঁটে।
হাতে চুড়ি কর্ণেতে দুল
সিঁতিপাটে বেনু,
ঘুঙ্গুর পড়ে হাঁটছে পথে
চলছে যেনো ধেনু।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com