পুরান ঢাকার সাকরাইন
রঙ বেরং এর ঘুড়ি ফাইন
ছেয়ে গেছে আকাশ
শীতের হিমেল বাতাস
বাগাট্টা বাগাট্টা চিৎকার
কাটলো ঘুড়ি কার
নাটাই ঘুড়ির লড়াই
শিশু যুবক সবাই
সুতায় দিয়ে মাঞ্জা
জড়িয়ে হাতের পাঞ্জা
বাজে উচ্চ নিনাদে গান
এটাই পুরান ঢাকার শান
ফুটায় বাজি- পটকা বিকেলে সন্ধ্যায়
প্রচন্ড শব্দে যেন পিলে চমকায়
সকলের উচ্ছাস আনন্দ হোক নিস্কলুষ
কেউ না পায় কস্ট রাখো খেয়াল হুশ