সবটা মেঘ গায়ে জড়িয়ে ধরে
একটা মেঘলা আকাশ
পড়েছে নূপুর।
কান্তি ভুলে শান্ত বিকেল
আবার মেঘলা,
রোদেলা দোয়েল,
মনের খামে আবেগ জমানো সন্ধ্যা।
শান্তি মেখে সবটা ভুলে
আবার নবীন হাঁটছে জলে,
ভিজে গেছে মন
তবু –
শুকনো শরীর ফ্যাকাসে হয়নি
সোনালী আলোর রঙটা।