প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ
সমীকরণ
ধ্যানের জোরে হয়না ধান
পরিচর্যা চাই যথাযথ,
কে বলেছে শাপলা শালুক
হয়নাকো আর আগের মতো!
শুয়োর হয়না গাধা কখনও
এটাই খাঁটি একখান কথা,
বড়র ভিতর থাকলে বিশাল
ছোট্ট হয়ে যায় বড়র মাথা!
বুকের নিচেই থাকবে পেট
এবং মুখের পার গলা,
সহজ সরল হও ভালো
তবে মুশকিল সবখানে চলা!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com