আজকে সমাজে আমরা গরীব
তাই নাই কোনো মূল্য,
টাকা পয়সা থাকলে হয়না ধনী
মানুষ সবাই সমতুল্য।
যতো'ই করো অহংকার যতোই
পড়ো যে দামি কাপড়,
সবার জন্য যেমন হইবে আসন
সাড়ে তিন হাত কবর।
গরীব দুঃখীকে আজ সমাজের
করছে সবাই অবহেলা,
দুই দিনের রঙ তামাশার সবাই
বুঝে নাই ধরার খেলা।
কখনজানি ডুববে ধনী গরীবের
শেষ সময়ের ঐ বেলা,
যতোই সময় যাচ্ছে এখন সবাই
করছে খুবই যেন হেলা।
ধনী গরীব যে মানবে না সেথায়
হবে সবার এক আসন,
সবার মতো'ই কাঁধে করে নিবে
আট পায়ের যানবাহন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com