সুশান্ত সেন
কেটে দিলাম ঘুড়ির সুতো ঘচাং
তুলছো কেন নানা রকম ফ্যাচাং!
সময়'টাকে আসতে যেতে চাইরে
কেমন করে কখন তাকে পাইরে।
কোথায় সময় বাড়ছে শুধু তৃষ্ণা
কেন আমায় একটু সময় দিস না।
সময় চলে কাটা ঘুড়ির সুতোয়
বারে বারে কেবল আমায় গুতোয়।
সময় যেন সব সময়ে ঠিক
কেবল ছোটায় নানান দিক -বিদিক।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com