মারির নাম প্যাদানী
জায়গা বিশেষ কয়,
ওপারেতে কেলানী
সংলাপে শুনি সদায়!
ঠেঙানি দেয় পাঠশালে
নির্দয় গুরু মহাশয়,
গুতোনপাতান জোটে
যদি ছিচকে চোর ধরাখায়!
হেটোমার মেরেবসে
গুজবের রোষে,
ঠুকটাক মারধর
পিতামাতা কষে!
সব চেয়ে বড়মার
দিয়েদেয় সময়,
বিচার আছে স্বাক্ষী নাই
কর্মফল আসলটাই!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com