সময়ের পথ চেয়ে আজো আছি বেঁচে,
সুখ পাখি দেবে ধরা নিজে এসে যেচে।
এ আশায় বাঁধি ঘর বেদনার চরে,
দেখি কতো স্বপ্ন শুয়ে ভাঙা ঘরে।
একদিন সব হবে সব পাবো ফিরে
সুদিনের আলো উঁকি দেবে মোর নীড়ে।
এ আশা বুকে পুষে আঁখি জল মুছে,
ঘুম ভেঙে দেখবো ব্যথা গেছে ঘুচে!
পাল্টে গেছে এই জীবনের চিত্র,
দুর্দিনে যাঁরা পর আজ তাঁরা মিত্র।
আমি আছি দাঁড়িয়ে সুখীদের কাতারে,
সুবিধাবাদীরা ধরে আছে ছাতারে!
সব বুঝে মুখ টিপে মিটি মিটি হাসবো,
অহমিকা দূরে ঠেলে ভালো সবে বাসবো।