সময়ের নোটে
আবেগের রসদ;
প্রেক্ষাপট বদল
অনায়াসে গলদ!
উপোসের রাস্তায়
হরিলুটের বাতাসা;
ঠিক যেন তীব্রতা
বৃষ্টিতে কুয়াশা!
নয়নের চারপাশ
যদি সে নিজে না দেখে,
বেড়ে যায় উৎপাত
দেখা না-দেখার ফাঁকে!
মুচি বুয়া নামে যদি
সদা যাও ডেকে,
বুজিবো অচল তুমি
সময়ের নোটে!