মায়ায় ঘেরা সবুজ গ্রাম
বয়ে গেছে নদী,
ধানের ক্ষেতে সবুজ মাঠ
রৌদ্র হতাম যদি!
গরু মহিষ লাঙ্গল কাঁদে
কৃষাণ চলে মাঠে,
ছেলেমেয়েরা বই নিয়ে যায়
বিদ্যামাতার পাঠে।
শত শত গাছের সারি
সবুজ ঘেরা বাগান,
হাজার রঙের ফুলের মেলা
পশু পাখির জাগান।
বাংলা মাকে ভালোবাসি
ভোরের স্নিগ্ধ হাওয়া,
খালি পায়ে মেঠো পথে
ছুটে যেন যাওয়া...
প্রেম মাখানো মানুষ গুলো
বুলায় পরশ যথা,
হাজার বছর স্মৃতি রহে
গ্রামের গল্পকথা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com