শুরু হোক সবকিছু নতুনের ধাঁচে
গড়া হোক দেশটা তারুণ্যের ছাঁচে।
রুখে দাও অন্যায় আছে যত সব,
চারিদিকে ছড়িয়ে দাও কলরব।
বিশ্বকে জানিয়ে দাও তুমি আজ
তারুণ্যের শক্তিতে গড়া হবে তাজ।
নতুনের জয় হবে পুরাতন মুছে—
এই কথা দ্বারেদ্বারে আজি দাও পুঁছে।
রাঙিয়ে সব ঘর, আনো তাজা ভোর
তারুণ্যের বেহালায় তুলো তাজা সুর।
বাঁধা ভেঙে উচ্ছ্বাসে এগিয়ে যাও,
প্রয়োজনে তলোয়ার হাতে তুলে নাও।
যা ছিল মন্দের রেখো নাকো মনে–
সবকিছু শুভ হোক এই নব সনে।