বিকেল ভেঙ্গে ভেঙ্গে সন্ধ্যা গড়িয়ে এলো
সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল
সন্ধ্যায় পূর্ব আকাশে চাঁদ উঠেছে নীল আকাশের গায়ে,
পশ্চিম আকাশে রংধনুর মতো'ই
কালো লাল নীল সাদা ভাসছে মেঘের ভেলা।
চারিদিকে সন্ধা গড়িয়ে হলো আঁধার
আজ চারিদিকে যেন এক নিস্তব্ধ
ছোট বেলায় দেখতাম সন্ধ্যা-
ঝাঁকে ঝাঁকে কাক ডানা মেলে উড়ছে খোলা মাঠে।
হাজারো নানা রংঙের পাখি উড়ছে মুক্ত আকাশে
সন্ধ্যার আঁধারে পাখিরা মেঘনীও বাঁশবনে,
সমধুর কন্ঠে করেছে কিচির-মিচির
আজ চারিদিকে যেন এক নিস্তব্ধ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com