সকাল সন্ধি বিচ্ছেদ করলে তুমি পাবে
রাতের অন্ধকার
কবিকে সন্ধি বিচ্ছেদ করে পাবে শত কল্পনায় ভেসে বেরাচ্ছে বুকের যাতনা
মাতাল যুবকের সন্ধি বিচ্ছেদ করলে পাবে
বিচ্ছেদের আগ্নেয়গিরি
জনগণের সন্ধি বিচ্ছেদ করে পাওয়া যায়
ক্ষুধার তীব্র যাতনা
মশার সন্ধি বিচ্ছেদ করে দেখা যায়
ফর্মালিন বিহীন রক্তের গোডাউন।
আমাকে সন্ধি বিচ্ছেদ করো না ;
আমার সন্ধি বিচ্ছেদ করে পাবে,
বিচ্ছেদের যাতনা
আকাশ সমান অভিমান
দেখবে মনোহর হৃদয়ের মুমূর্ষু অবস্থা
কুষ্ঠ হয়েছে তার।
আমার সন্ধি বিচ্ছেদ করো না ;
আমার সন্ধি বিচ্ছেদ করে পাবে
না বলা মহাজাগতিক ভাষা
পাবে তুচ্ছ করা ভালোবাসা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com