সত্যের পথে লড়বো মোরা
ন্যায়ের তরে দেবো জান,
বাঁধা আসে আসুক না সে
আলোর পথে দেবো প্রাণ।
মিথ্যা ভেঙ্গে সর্ব সদা
সত্য পথে চলবো,
ঐক্যবদ্ধ হয়ে আমরা
সত্য কথা বলবো।
সুখ-শান্তি পেতে হলে
আকড়ে রেখো সত্য মনে,
বুক ভরা ন্যায়ের নীতি-
পরাজয়ে মিথ্যা ডরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com