আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে-
মুক্তি হয়নি।
মুক্তির নেশায় দমে দমে হচ্ছে যুদ্ধ,
আত্মার সাথে হচ্ছে সন্ধি-
মুক্তির নেশায় ঘরে ঘরে আজ জন্ম নিচ্ছে দেখ মহাত্মা গান্ধী।
মুক্তি যদি হতো -
তবে কি আজ সত্যের স্বার্থ আদায়ে ছাত্র হতো গত!
তবে কি নারীর কাপড় পরতো মাঝ রাস্তায়!
তবে কি অধিকার বিক্রি হতো এতোটা সস্তায়!
সত্যের গায়ে ছিটছে কঙ্কর, রক্তে রঞ্জিত রাজপথ;
আগামীদিন বাকি হে, দেখবি কি আলামত।
নিস্তার হবে না কারো, হবে এবার তুলকালাম ;
সত্যের ঝরে উড়ে যাবি তুরা-
আর পাবিনা খুঁটি,
জনতা আজ জেগেছে শালারা -
দিয়েছে ভয়ের ছুটি।
কে বাঁচাবি! কে বাঁচাবি! কে বাঁচাবে তুদের!
পাই পাই করে জবাব নিবো- আসলের সাথে সুদের।
ঠাই নাই- ঠাই নাই- ঠাই পাবিনা ডাকাত দল;
এসো জোয়ান আমার সাথে সত্যের পথে-
চল্ - চল্ - চল্ ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com