জলের দোষ
নিম্নদিকে বয়,
মেঘের ভেলা
একটু না দাঁড়ায়!
বৃষ্টি যদিও
রৌদ্রকে হাসায়
শিশির বিন্দু
কিছুই না সেথায়!
আষাঢ় বিকেল
সত্যকে শেখায়,
না থাকলে বৃষ্টি
সৃষ্টি কোথায়?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com