প্রকৃত সত্যতা কোথায়?
এটা চেনা হয়েছে দায়।
মিথ্যেকে সত্য বানিয়ে
নিজেকে অচিরেই সাধু সাজিয়ে,
আজ অসত্যবাদীরা ঘোরে
কতক জন তো শ্রদ্ধার উচ্চ আসনে চড়ে।
আর সত্য তো অবহেলায়
লোকে মুখের কথাই মেনে নেয়,
মধুমাখা যে সে কথা
আবেগের ও ঢেউ বইছে তথা।
কথাতে চিড়ে ভিজিয়ে
নিজ আবেগকে যায় এড়িয়ে,
ভাবে অন্তরে যাই থাক
আপাতত তা ভোলা যাক।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com