সত্যে পথের পথিক হওয়া
বড়োই যে কষ্টসাধ্য,
সত্যের পথে' চলতে সবাই
একসাথে হও বাধ্য।
সত্যের পথে 'চললে সর্বদা
যায় বিজয়ী হওয়া,
সত্যে বললে হয় না পাপ
হয় না ভুলে যাওয়া।
সত্যের পথ যে সঠিক পথ
সত্যে কথা বলো,
সারা জীবন সত্যে ন্যায়ের
পথে সর্বদাই চলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com