সখের মানুষ তুমি আমার হৃদয়ের মেহমান
এক আকাশ ভালোবাসা তোমার জন্য বিদ্যমান।
তোমার নামে বেঁচে থাকা ভাবনার গোলকে
আঁধার মাঝে পথ দেখি তোমার রূপের ঝলকে।
প্রাণের ভিতর আছো তুমি মায়াজালে জড়িয়ে
আদর মাখা ভালোবাসায় দিবো তোমায় ভরিয়ে।
তোমার ঠোঁটে অধর রেখে ডুবে থাকার বাসনা
লেপটে থাকো শরীর জুড়ে কভুও দূরে থেকো না।
আশার মাঝে স্বপ্ন তুমি রঙিন নিমেষ হাতছানি
গহীন মনের সীমারেখায় তুমি আমার রাজরানী।
যতো শুনি তোমার হাসি ঝড় বয়ে যায় পরাণে
তোমার একটু সঙ্গ পেতে মন ছুটে যায় আনমনে।
একলা প্রহর কাটে না যে কাছে থাকাে সারাক্ষণ
তুমি আমার মন আকাশে ভালোবাসার প্রিয়জন।
সকল কিছু ছাড়তে পারি তোমায় কভুও ছাড়বো না
হারিয়ে যদি যাও তুমি বেঁচে থাকতে পারবো না।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com