যে সংসারে স্বামী-স্ত্রী
সুখে-দু:খে হয় একে-অন্যের,
সে সংসারে প্রতিটি ক্ষণ
বিরাজিত হয় পরিবেশ সুখের।
যে সংসারে স্ত্রীর হয়
স্বামীর প্রতি শ্রদ্ধা সীমাহীন,
সে সংসারের স্বামী চান
স্ত্রী হোক তার ভালোবাসায় রঙিন।
যে সংসারে স্বামী হোন
তার প্রিয়তমার কাছে প্রিয়,
সে সংসারের স্বামী তো
প্রিয় নবীর কাছেও প্রিয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com