আমার একটা আকাশ ছিলো
চন্দ্র ছিলো তাতে ;
নিয়ম করে ভাব জমাতো
একলা থাকার রাতে।
আকাশখানির মন খারাপে
রাজ্য হতো ভারি ;
বিষাদ নদীর ঢেউ ছড়াতো
মেঘের সারি সারি।
একলা থাকার আলিঙ্গনে
ভাব জমাতো হেসে ;
সঙ্গ কালের সঙ্গী ছিলো
আমায় ভালোবেসে।
ঝলমলানো জলের ছবি
ফুটতো সদা ফুটতো ;
মন খারাপের অভিমানে
স্নিগ্ধ হয়ে উঠতো।