কুয়াশা
ভোরের শরীর ঢেকে রাখে
রোদ
কুয়াশা - শরীর ছিঁড়ে দিল
অপমান
চুপ করে থাকে
রোদ এসে
তাকে ছুঁয়ে দিল -
এ ভাবেই প্রেম এসেছিল
কত দিন প্রেম এসে ছিল।
আমি তাকে বুঝতে পারিনি
তুমি তাকে বুঝতে পারোনি
সে শুধু নিজের মতো এসেছিল
চলে গেছে একদিন আমাদের কিচ্ছু না বলে ...
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com