আমার কাছে, শ্রেষ্ঠ ভালোলাগা কি জানো?
তোমার ঐ ঠোঁটের কোণে, লেগে থাকা মৃদু হাসি,
আমার কাছে প্রিয় সময় কি জানো?
সোনালী বিকেলে, তোমার সাথে কাটানো মূহুর্ত।
আমার সবচেয়ে চাওয়া কি জানো?
আবার আগের মতো তোমার সাথে দেখা করা!
আমার এখন অসম্ভব কাজ কি জানো?
আমার হৃদয়ে, তোমার ঐ শহরটাকে ভুলে থাকা!
আমি নিখোঁজ হই, কোথায় জানো?
আমি নিখোঁজ হই প্রতিদিন, তোমারই শহরে!!
হাজারো মুখের ভীড়ে কি খুঁজি জানো?
মায়াবতীর ঐ মায়াময় মুখ ক্ষানী!!