প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৩, ২০২৩, ১:৩৩ পূর্বাহ্ণ
শ্রেষ্ট নেয়ামত
শত কষ্টে আগলে রেখে
দুনিয়ার আলো দেখালে
কতকিছু চেয়েছি চেখে
মধুরতায় সবাইকে হারালে।
মিষ্টি মধুর নামটি তোমার
ডাকতে মজা লাগে আমার,
এমন মজার নামটি পাবেনা নাকো কেহ
যতো ডাকি তোমায় জুড়িয়ে যায় মন দেহ।
তুমি আমার মা জননি
পৃথিবীতে মায়ার খনি,
পৃথিবীতে যা পেয়েছি সবই আল্লাহ প্রদত্ত নেয়ামত
তোমাকে চাই সেদিন ও
যেদিন হবে কেয়ামত।
দুনিয়াতে যা পেয়েছি ও
দেখেছি তুমি শ্রেষ্ট নেয়ামত।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com