বাবার দেওয়া শ্রেষ্ট উপহার
আমার জীবনে কলম
লিখে চলেছি লিখবো আমি
সামনে সারাটা জনম।
তোমার অনুপ্রেরণা আমার
সামনে যাওয়ার পথ,
সুন্দর লেখনীর মাঝে তুমি
দিয়েছো দারুণ মত।
দোয়া করবেন বাবা আমায়
যেন সত্যের পথে যাই,
সত্যের পথেই এগিয়ে আমি
সাফল্যের সন্ধান পাই।
সতেরো বছর বয়সে ধরেছি
শ্রেষ্ট লেখনীর কলম,
সত্যের পথে এগিয়ে যেতে
নেই ভয় লজ্জা শরম।
সত্যের পথেই ধরেছি কলম
থামবে না কোনোদিন,
যতোই আসুক বাঁধা বিপত্তি
কলম চলবে নিশিদিন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com