ডিসেম্বরের চৌদ্দ তারিখ
ফেলে আসা গত,
শ্রদ্ধাভরে স্মরণ করি
বুদ্ধিজীবী যত।
মাথার মনি, শিরোধনী
জ্ঞানীগুণী ছিল,
ঘাতক দেশের, শত্রুর ছলে
জীবন তারা দিল।
থমকে গেছে হাজার বছর
অগ্রগতির চাকা,
অন্ধকারে, বাংলার ঘরে
মৃত ছবি আঁকা।
বুদ্ধিজীবীর, ত্যাগের ধারায়
বাংলা ভাষার বানী,
গর্জে ওঠা বিজয় নিশান
ওখান থেকে জানি।
ব্যথায় কাতর মাতৃভূমি
স্বাধীন ওদের তরে,
বীর বাঙালি অর্জন করে
নব দেশটি গড়ে।