ফুল ফসলে পালন করি
স্বাধীনতার দিনটি,
শ্বেতপাথরে শোধ করে দিই
স্বাধীনতার ঋণটি।
মঞ্চে মঞ্চে গাইতে থাকি
স্বাধীনতার গান,
নেচে নেচে যাই দেখিয়ে
দিয়ে দিচ্ছি প্রাণ।
স্কুল কলেজ খোলা রেখে
উদযাপন করি বেশ,
একটি দিন ফুরিয়ে গেলে
আর থাকেনা রেষ।
ফেসবুক আর ইউটিউবেতে
উঠিয়ে দিই ঝড়,
স্বাধীনতা এই বাঙালির
সব'চে বড় বর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com