স্বাধীনতার ডাক দিয়েছেন
টুঙ্গিপাড়ার ছেলে,
মুক্তিকামী সেই আমজনতা
এলো দলে দলে।
ঝাঁকড়া চুলের সাহসী নেতা
বঙ্গবন্ধু তার নাম,
স্বাধীনতার ডাক দিয়েছেন
আছে তার সুনাম।
সাহসী নেতা তুমি বঙ্গবন্ধু
আসবে না ফিরে,
বজ্র কণ্ঠে দিবে না ভাষন
স্বাধীনতার ভীড়ে।
রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর
জ্বালাময়ী ভাষন,
লক্ষ জনতার হৃদয়ের মাঝে
পেতেছিলে আসন।
শোকাবহ এই আগস্ট মাসে
বাজে বেদনার সুর,
আকাশে বাতাসে ভেসে যায়
আর্তনাদ বহুদূর।
এসেছিলে তুমি বঙ্গবন্ধু হয়ে
লাল সবুজ দেশে,
স্বদেশে যে ফিরে এলে তুমি
মহা বীর বেশে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com