শৈশব মানে ক্রিকেট খেলা
শৈশব মানে ফুটবল,
শৈশব মানে নদীর পাড়ে
দুরন্ত কিশোর দল।
শৈশব মানে মেঠো পথ
শৈশব মানে মেলা,
শৈশব মানে বালুর চরে
হাডুডু-কাবাডি খেলা।
শৈশব মানে দুরন্ত বিকেল
শৈশব মানে ঘুড়ি,
শৈশব মানে পূর্ণিমা রাতে
গল্পে চাঁদের বুড়ি।
শৈশব মানে সবুজ বিল
শৈশব মানে ঝিরি,
শৈশব মানে বুকে সাহস
জয় করবো গিরি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com