শেষ মাইরটা দেন যে তিনি
বুঝেন সবাই শেষে
বাজে কর্মের মাশুল দেয়া
হয় যে এ দেশে।
অন্যায় যতো করবে তুমি
পাপের বোঝা বাড়বে বেশি
একদিন তা বাস্টও হয়ে
ধ্বংস হবে পেষি।
জুলুমেরও সীমা আছে
শেষ সীমানায় পৌঁছ যদি
তোমার ভূমি ভাসবে জানি
তাঁহার চোখের রাগের নদী।
শক্তি সাহস থাকা ভালো
ঐ পথে তা ব্যায় করো
তাঁহার পথে আসলে বাধা
তাহা তুমি রোধ করো।
সত্য পথে বাধা দিলে
মিথ্যে ওঠবে ফোঁসে
দায়ি থাকবে তুমি তাতে
সকল মূলের দোষে।
দাও ছেড়ে দাও সকল গৌরব
মাটির মতো চলো
তোমার নামে ফুটুক তুড়ি
অন্ধকারে আলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com