মানুষের অচেনাকে চেনা অজানাকে জানার
অদম্য অভিযাত্রা চির বহমান
যেদিন সে পেয়ে যাবে মঙ্গলের মাটির ঘ্রাণ
সেদিন হতে বুধে চালাবে নব অভিযান।
আজ যা নতুন মানুষের কাছে
আগামী কাল তাই পুরাতন।
পুরাতন পাথরে পা রেখে
মানুষ করে নতুনের সন্ধান।
স্রষ্টার জ্ঞানের অভিধানের শেষ পৃষ্টা
পড়ে নেয়ার অদম্য চেষ্টা
কোনোদিন সফল হবে না মানুষের।
শেষ প্রশ্নের উত্তর যেদিন জেনে যাবে মানব সন্তান
সেদিন হতে থেমে যাবে তার সব অভিযান।
তা জেনেই স্রষ্টা লিখেছেন তার
সীমাহীন জ্ঞানের অসীম অভিধান।