বৃদ্ধ বয়সে হয় যেমন কারো
বৃদ্ধাশ্রম আসল ঠিকানা,
ভাইবোন সন্তান সবাই আর
বাবা-মা'য় :ভালবাসেনা।
সন্তান একটিবার ভাবেন না
রাখেন না কোনো খবর,
বাবা-মা ভুলতে পারে না যে
দেখতে ইচ্ছে একনজর।
রাখেননা জানতে চায়না যে
বৃদ্ধাশ্রমে কেমন আছেন,
কেমনে বাবা-মা'য় কাটাচ্ছে
দিন কিভাবে তারা বাঁচে।
আনন্দে উল্লাসে ফুর্তি মাঝে
কাটায় যেন সারাবেলায়,
চোখের পানি একায় ঝরায়
বৃদ্ধাশ্রমে যে বাবা-মায়।
বাবা-মা'য় অনেক মূল্যবান
দেখি না যেন বৃদ্ধাশ্রমে,
সকলে মিলে প্রতিরোধ করি
সবসময় সবাই দমে দমে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com