প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ
শেখ মুজিব
দিদারুল ইসলাম
শেখ মুজিব, শেখ মুজিব
তুমি অমর, চিরঞ্জীব,
তোমার ছিল দুখী-গরীব
ভালোবাসার পরম জীব।
তোমার ডাকে একাত্তরে
বাঙালিরা অস্ত্র ধরে,
মরণ পণ যুদ্ধে লড়ে
জন্মভূমি স্বাধীন করে।